টরন্টো, ১১ ফেব্রুয়ারি- দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলার রায়ের মাধ্যমে কারাগারে প্রেরনের প্রতিবাদে বৃহষ্পতিবার টরেন্টোর স্থানীয় একটি রেষ্টুরেন্টে তাৎক্ষনিকভাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক ভোরের আলোর প্রধান সম্পাদক আহাদ খন্দকার । সভায় উপস্থিত ছিলেন কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল চৌধুরী । সভায় বক্তব্য রাখেন মালিয়া মনসুর, তপন মাহমুদ, এজাজ খান, মিজবাহ উল কাদের ফাহিম, মাহবুব চৌধুরী রনি, এ কে আজাদ, জাকির হোসেন খান, আমিনুল ইসলাম, মোহাম্মদ হোসেন, এম. এইচ মামুন, মিলন, গোলাম রনি, মুজিবুর রহমান, আজম সরোয়ার, রফিক পাটোয়ারী, আমিনুর রশীদ চৌধুরী (বাবু), জাকারিয়া চৌধুরী, মো মিজান, রেহানা আক্তার, আবুল কালাম আজাদ। সভায় বক্তারা ঘৃনাভরে কাঙ্গারো কোর্ট কর্তৃক দেশনেত্রীর বিরুদ্ধে দেয়া এই সাজানো রায়কে প্রত্যাখ্যান করেন এবং অবিলম্বে বেগম জিয়াকে মুক্তি দেবার জোর দাবী জানান। তারা আরো বলেন যুগে যুগে বিভিন্ন স্বৈরাচার রাষ্টযন্ত্রকে ব্যবহার করে অবৈধ্যভাবে রাষ্ট ক্ষমতা আকড়ে রাখতে চায় । দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক এই সরকারের ১৫৪ জন সংসদ সদস্যকে অবৈধ ঘোষনার পরও সরকার আদালতের প্রতি বিন্দুমাত্র সম্মান প্রদর্শণ না করে বহাল তবিয়তে সরকার পরিচালনা করছে। দেশনেত্রীকে গ্রেফতারের মাধ্যমে সরকার বাংলাদেশের গণতন্ত্রকেই প্রকারান্তে গ্রেফতার করলো । ইন্শাআল্লাহ অবিলম্বে আইনী প্রক্রিয়ার মাধ্যমেই আমরা আমাদের প্রিয় নেত্রীকে মুক্ত করবো। সভায় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সামুন ভূইয়া । আর/১২:১৪/১১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2EhiQjk
February 11, 2018 at 07:16AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top