কলকাতা, ১৩ ফেব্রুয়ারি- টাকা-পয়সা, সোনা-দানা, যাকে আইনি ভাষায় অস্থাবর সম্পত্তি বলে তেমন কিছুই নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে৷ জমি-বাড়ির মতো স্থাবর সম্পত্তির পরিমাণও মেরে কেটে ৩০ লক্ষ ৪৫ হাজার টাকার৷ স্বেচ্ছাসেবী সংস্থা এডিআর-এর এই তথ্যই তাঁকে দেশের গরিব মুখ্যমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে রেখেছে৷ শীর্ষে অবশ্যই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এডিআর বা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের পরিসংখ্যান অনুযায়ী , তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ২৪ লক্ষ ৬৩ হাজার ১৯৫ টাকা৷ আরও পড়ুন: বড়োসড়ো রদবদল আসছে রাজ্য বিজেপির নেতৃত্বে অস্থাবর সম্পত্তি ২ লক্ষ ২০ হাজার টাকার৷ দুয়ে মিলে তাঁর মোট সম্পত্তি ২৬ লক্ষ টাকার কিছু বেশি৷ গরিব মুখ্যমন্ত্রীদের তালিকায় তৃতীয় স্থানে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি৷ তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ ৯৬ হাজার ৮৫৪ টাকা৷ অস্থাবর সম্পত্তির রয়েছে ৪৫ লক্ষ টাকার৷ নির্বাচন কমিশনের কাছে মুখ্যমন্ত্রীদের জমা দেওয়া হলফনামার ওপর ভিত্তি করেই এই পরিসংখ্যান প্রকাশ করেছে এডিআর , সংস্থার তরফে এমনই জানানো হয়েছে৷ দেশের বিত্তবান মুখ্যমন্ত্রীদের তুলনায় এঁদের সম্পত্তির পরিমাণ নস্যি বললেও বোধহয় বাড়িয়ে বলা হয় ! বিত্তবান মুখ্যমন্ত্রীদের তালিকায় সবার ওপরে চন্দ্রবাবু নাইডু৷ তাঁর স্থাবর সম্পত্তি ১৩৪ কোটি ৮০ লক্ষ টাকার , আর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪২ কোটি ৬৮ লক্ষ ৮৩ হাজার টাকা৷ সব মিলিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৭৭ কোটি টাকারও বেশি৷ ধনী মুখ্যমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় জন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু৷ স্থাবর এবং অস্থাবর মিলিয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১২৯ কোটি টাকার বেশি৷ তৃতীয় স্থানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং৷ তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪৮ কোটি টাকার কিছু বেশি৷ এই তালিকা অনুযায়ী , দেশের দুজন মুখ্যমন্ত্রীর ১০০ কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে৷ ১০ থেকে ৫০ কোটির মধ্যে সম্পত্তি রয়েছে দেশের ৬ জন মুখ্যমন্ত্রীর৷ ১ কোটি থেকে ১০ কোটির মধ্যে আছেন ১৭ জন৷ ১ কোটির নিচে ৬ জন মুখ্যমন্ত্রী৷ সম্পত্তির হিসেবের পাশাপাশি এডিআর -এর এই রিপোর্টে মুখ্যমন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতাও তুলে ধরা হয়েছে৷ দেশের ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে স্নাতক ১২ জন , স্নাতকোত্তর ৫ জন , পোস্ট গ্র্যাজুয়েট ৫ জন , এবং ডক্টরেট মাত্র ১ জন৷ রিপোর্টে উল্লেখ করা হয়েছে , দিল্লি -সহ দেশের ১১টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে৷ যার মধ্যে মহারাষ্ট্র , কেরালা , উত্তরপ্রদেশ , অন্ধ্রপ্রদেশ , তেলেঙ্গানা , জম্মু-কাশ্মীর এবং বিহারও রয়েছে৷ তালিকায় প্রথম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ৷ তাঁর বিরুদ্ধে মোট ২২টি মামলা রয়েছে , যার অন্তত তিনটি গুরুতর অপরাধের৷ এর পরেই কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ তাঁর বিরুদ্ধে ১১টি মামলা আছে৷ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে একটি মাত্র মামলা রয়েছে , তবে সেটি গুরুতর৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই বলেই জানিয়েছে এডিআর৷ তথ্যসূত্র: এই সময় এআর/১০:৩০/১৩ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2EmkY5g
February 13, 2018 at 04:29PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন