টরন্টো, ২৭ ফেব্রুয়ারি- চেতনায় একুশ, হৃদয়ে বাংলাদেশ বানী নিয়ে অহংকার ও গর্বের অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বন্ধুপ্রতীম সংগঠনের সাথে উদযাপন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা শাখা। থিয়েটার ফোকস টরন্টো, টরন্টো ফিল্ম ফোরাম ও অন্য থিয়েটার টরন্টো সংগঠনত্রয়ের আমন্ত্রনে উদীচীর শিল্পীবৃন্দ ভাষা শহীদদের স্মৃতিতে একুশের গান এবং গণসংগীত পরিবেশন করেন। টরন্টো বাঙালীপাড়ার কেন্দ্রস্থলে মিজান কমপ্লেক্স অডিটরিয়ামে সকল সংগঠনের কর্মী ও শিল্পীবৃন্দ ২০শে ফেব্রয়ারী মঙ্গলবার সন্ধ্যা ৬.০০ থেকে মধ্যরাত্র পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শন, সংগীত পরিবেশনা এবং কবিতা আবৃত্তিতে ব্যস্ত ছিলেন। উদীচীর গণসংগীত পরিবেশনায় অংশ নেন সুভাষ দাশ, সোলায়মান তালুত রবীন, ওমর হায়াত, সজীব চৌধুরী, মুক্তি প্রসাদ, সিগ্ধা চৌধুরী, রিনি শাখাওয়াত, রোকেয়া পারভীন, তাহমিনা আক্তার চৌধুরী, সুমাইয়া আহমেদ হৃদি ও আরো অনেকে। সাংস্কৃতিক কর্মকান্ড শেষে সকলে সম্মিলিতভাবে অস্থায়ী শহীদবেদীতে পুস্পস্তবক অর্পনের জন্য সমবেত হন। মধ্যরাত্র ১২.০০টায় শীত ও কুয়াশা উপেক্ষা করে অন্যান্য সংগঠনের কর্মীদের সাথে উদীচীর সংগঠক, উপদেষ্টা, বিপুলসংখ্যক কর্মী ও সাধারণ মানুষ তাঁদের শিশু-কিশোর সন্তানদের র্যালী করে অস্থায়ী শহীদ মিনারে যান এবং পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষার অধিকার ও মর্যাদা রক্ষায় জীবন দেওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। কানাডার শীতের মধ্যরাতে একুশে উদযাপনের জন্য প্রবাসীদের বিপুল ভিড় সকল মানুষের মনোযোগ আকর্ষণ করেছে। সবাইকে একুশের অনুষ্ঠানে যোগদানের জন্য উদীচীর পক্ষ থেকে সভাপতি আজফর ফেরদৌস ও সাধারণ সম্পাদক সৌমেন সাহা ধন্যবাদ জানান। এছাড়াও তাঁরা আগামী ৩১শে মার্চ বাংলাদেশ সেন্টারে সন্ধ্যা ৬.০০টা থেকে ৯.০০টা পর্যন্ত আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও উদীচীর প্রতিষ্ঠাতা সংগ্রামী বিপ্লবী সত্যেন সেনের জন্মবার্ষিকী পালনের অনুষ্ঠানে সকলকে যোগদানের অনুরোধ জানিয়েছেন। আর/১৭:১৪/২৭ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ouL1B4
February 28, 2018 at 12:44AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top