বিছানাকান্দিতে পাথর চাপায় শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক::        সিলেটের বিছানাকান্দিতে পাথর কোয়ারি ধসে পাথরের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছে রোহেল আহমদ (২২) নামে এক শ্রমিক।

আজ শনিবার (১০ই ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুলুমছড়াপাড় গোচর এলাকার সৃষ্ট সজিব মিয়ার কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল আহমদ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ছোট সাকুয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সরকারি জমির মালিকানা ওই কোয়ারি থেকে পাথর উত্তোলন করছিলো শ্রমিকরা। এ সময় কোয়ারি ধসে পাথর চাপা পড়ে মারা যান রোহেল।

সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ডেইলি সিলেটকে বলেন, পাথর উত্তোলন করতে গিয়ে পাথর চাপা পড়ে ওই শ্রমিক। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
গত ২৮শে জানুয়ারি দুপুরে বিছনাকান্দিতে সরকারি জমিতে পাথর উত্তোলনের সময় ভূমিধসে আলী নুর নামে এক শ্রমিক নিহত ও সাতজন আহত হন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2G34gIH

February 10, 2018 at 05:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top