মৌলভীবাজারে স্বেচ্ছায় কোদালীছড়া খনন

নিজস্ব প্রতিনিধি::         সিলেটের মৌলভীবাজার শহরের জলাবদ্ধতানিরসনের লক্ষ্যে দিনব্যপী স্বেচ্ছাশ্রমে কোদালীছড়া পরিস্কারপরিচ্ছনতা ও খনন করা হচ্ছে।

আজ শনিবার (১০ই ফেব্রুয়ারী) সকালে জেলা প্রশাসকের কার্যলয় হতে শোভাযাত্রাবের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরেস্বেচ্ছাশ্রমে কোদালীছড়া খনন কাজের উদ্ভোধন করেন মৌলভীবাজার ৩ সংসদ সদস্য ও প্যানেল স্পীকার সৈয়দাসায়রা মহসীন। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলাপ্রশাসক মো: তোফায়েল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যানআজিজুর রহমান,জেলা আওয়ামীলিগের সভাপতি নেছারআহমদ, পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলাআওয়ামীলীগের সাধারন সম্পাদক মিছবাহুর রহমান সহ অন্যান্যরা।

দিনব্যপী স্বেচ্ছাশ্রমে কোদালীছড়া খনন কাজে অংশগ্রহন করে বিজনেস ফোরাম, জেলা প্রশাসন, পৌরসভা, জেলাপরিষদ, জেলা পুলিশ সহ জেলার সকল সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2H4r4c3

February 10, 2018 at 05:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top