নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারিঃ ফের দিল্লির স্কুলে ছাত্রের রহস্যমৃত্যু। বৃহস্পতিবার সকালে দিল্লির করওয়াল নগর এলাকায় জীবনজ্যোতি সিনিয়র স্কুলের নবম শ্রেণির এক ছাত্রকে স্কুলের শৌচাগারের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেল। তুষার নামে ওই ছাত্রকে তার সহপাঠীরাই প্রথম দেখতে পায়। দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তুষারকে মৃত ঘোষণা করেন। দিল্লি পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তুষারের দেহে অনেকগুলি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।
এক আগে গুরগাঁওয়ের নামী রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র প্রদ্যুম্নকে হত্যা, তারপর লখনউয়ের একটি স্কুলে সপ্তম শ্রেণির এক ছাত্রীর প্রথম শ্রেণির এক ছাত্রীকে খুনের চেষ্টার পর দিল্লির জীবনজ্যোতি স্কুলে ছাত্রের রহস্যমৃত্যু। তুষারের পরিবারের অভিযোগ স্কুলেরই কয়েকজন ছাত্র শৌচাগারের মধ্যে তুষারকে বেধড়ক মারধর করাতেই তার মৃত্যু হয়েছে।
পরপর এমন ঘটনায় রাজধানী সহ দেশের শিক্ষামহল উদবিগ্ন। আতঙ্কিত অভিভাবকরাও।
ছবিঃ জীবনজ্যোতি স্কুল।–সংগৃহীত চিত্র
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2EyHfh8
February 02, 2018 at 11:28AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন