রাজস্থানে উপনির্বাচনে ভরাডুবি বিজেপির

ওয়েব ডেস্ক, ২ ফেব্রুয়ারিঃ বাজেটের দিনেই নিজের শক্ত ঘাঁটিতে বিপদঘণ্টা শুনলেন নরেন্দ্র মোদি। উপনির্বাচনে রাজস্থানে গোহারা হারতে হল বিজেপিকে। অজমেঢ় আর আলোয়াড় দুটি সংসদ আসনেই জিতেছে কংগ্রেস। তার মধ্যে আলোয়াড়ের কংগ্রেস প্রার্থী ১ লক্ষ ৪৪ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন বিজেপি-র যশবন্ত সিং যাদবকে। প্রসঙ্গত রাজস্থানে বসুন্ধরা রাজে সিন্ধিয়ার সরকারে যশবন্ত যথেষ্ট দাপুটে মন্ত্রী। অজমেঢ়েও প্রায় ৮০ হাজার ভোটে জিতেছেন কংগ্রেস প্রার্থী।  মণ্ডলগড় বিধানসভা আসনেও কংগ্রেস জিতেছে ১২ হাজারেরও বেশি ব্যবধানে। ফলে বাজেট নিয়ে অনেককিছু বললেই বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব রাজস্থানের উপনির্বাচন নিয়ে খুব একটা মুখ খুলছেন না।

ছবিঃ রাজস্থানে উপনির্বাচনে জয়ের পর কংগ্রেস সমর্থকরা। – সংগৃহীত চিত্র

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DUabim

February 02, 2018 at 10:59AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top