নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারিঃ কমেও কমল না পেট্রোল-ডিজেলের দাম। অন্তঃশুল্ক কমানোর স্বস্তির কিছুক্ষণের মধ্যেই বসল সমপরিমাণ হাইওয়ে সেস। আগের জায়গাতেই পেট্রোল-ডিজেলের দাম।
বৃহস্পতিবার অরুণ জেটলির বাজেট বক্তৃতা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই জানা যায়, সরকার অন্তঃশুল্ক কমানোর ফলে লিটারে ২ টাকা করে সস্তা হচ্ছে ডিজেল ও পেট্রোল। পাশাপাশি, সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, লিটারে ৬ টাকা অতিরিক্ত এক্সাইজ ডিউটিও মকুব করে কেন্দ্র। গত কয়েকদিনে যেভাবে লাফিয়ে লাফিয়ে পেট্রোপণ্যের দাম বাড়ছিল, তাতে এই খবরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সাধারণ মানুষ। এক ধাক্কায় পেট্রোল-ডিজেলের দাম লিটারে ৮ টাকা কমে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই উধাও হয়ে যায় সেই স্বস্তি!
পিটিআই সূত্রে খবর, পেট্রোল-ডিজেলের ওপর বসিয়ে দেওয়া হয়েছে সমপরিমাণ (৮ টাকা) হাইওয়ে সেস। ফলে কিছুই পরিবর্তন হল না। কমেও কমল না পেট্রোল-ডিজেলের দাম। শেষ পূর্ণাঙ্গ বাজেটের দিন, তেলের দাম নিয়ে এভাবেই কার্যত ডিগবাজি খেল মোদি সরকার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ExFL6x
February 01, 2018 at 11:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন