গান্ধি-নেহরু বা আব্মেদকর নন, মোদির জীবনীই পাঠ্যবই

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারিঃ জহওরলাল নেহরু বা মহাত্মা গান্ধি নন, পড়তে হবে দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনী। মহারাষ্ট্রে স্কুলে পাঠ্যবই হিসেবে পড়ুয়াদের পড়তে হবে এই বই। জানা গিয়েছে, সম্প্রতি প্রায় ১.৫ লক্ষ বই কেনার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্রের শিক্ষা দপ্তর। ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক।

নেহরু, গান্ধি কিংবা ডঃ বিআর আম্বেদকরের জীবনীও অর্ডারে রয়েছে। তবে তা পরিমাণে খুবই কম। এই অর্ডার দেওয়া হয়েছিল গত মাসে। চলতি মাসের শেষ দিকেই বইগুলি পৌঁছে যাবে বিভিন্ন সরকারি স্কুলে। সূত্রের খবর, মোদির ওপর লেখা ১,৪৯,৯৫৪টি বই, নেহরুর ওপর লেখা ১৬৩৫টি বই, মহাত্মা গান্ধির ৪,৩৪৩টি এবং আম্বেদকরের ওপর লেখা ৭৯,৩৮৮টি বই কিনতে বলা হয়েছে। অটল বিহারী বাজপেয়ীর ওপর লেখা ৭৬৭১৩টি বইও কেনার নির্দেশ দেওয়া হয়েছে।
বইগুলি কেনা হচ্ছে সর্ব শিক্ষা অভিযানের অন্তর্গত প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির জন্য। মারাঠি, হিন্দি, ইংরেজি এবং গুজরাটি-এই চারটি ভাষায় মুদ্রিত বইগুলি। মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘বই কেনায় কোনওরকম অস্বচ্ছতা নেই। বিশেষজ্ঞ কমিটির প্রস্তাবেই এই বইগুলি কেনার নির্দেশ জারি হয়েছে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ErfrhX

February 13, 2018 at 10:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top