জলপাইগুড়ি, ১৩ ফেব্রুয়ারিঃ জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দিদের বেআইনি কাজকর্ম রুখতে গিয়ে আক্রান্ত হলেন জেলার রাজীব রঞ্জন। জানা গিয়েছে, সেখানে বন্দিদের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার, গাঁজা খাওয়া সহ নানা বেআইনি কাজকর্ম চলছিল। সম্প্রতি বিষয়টি নিয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় বন্দিদের সেল থেকে বেশকিছু মোবাইল ফোন, টাকা ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরেই কিছু বন্দির মধ্যে ক্ষোভ বাড়ছিল। আজ ফের অভিযান চলাকালীন তা চরমে পৌঁছয়।
রাজীববাবু জানান, ‘আজ বন্দিদের দুপক্ষের মধ্যে গন্ডোগোল বাধলে আমি এবং আমার কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। সেই সময় উত্তেজনা বসত আমাকেও ধাক্কাধাক্কি করা হয়। কোন লাঠিচার্জ হয়নি বন্দিদের ওপর।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Cl6SyZ
February 13, 2018 at 10:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন