জলপাইগুড়ি, ১ ফেব্রুয়ারিঃ ভিনরাজ্যে এক মহিলাকে খুন করে লুটের ঘটনায় গ্রেফতার জলপাইগুড়ির ৩ যুবক। ধৃতদের নাম পিন্টু মল্লিক, সম্রাট রায় ও সঞ্জয় রায়। এরা প্রত্যেকেই জলপাইগুড়ির কোতয়ালি থানায় অন্তর্গত টিকিয়াপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, রাজমনি (৫০) নামে তামিলনাডু রাজ্যের এক বাসিন্দাকে শ্বাসরোধ করে খুন করেছে অভিযুক্তরা। জলপাইগুড়ি কোতয়ালি পুলিশ এবং তামিলনাডু পুলিশ যৌথ অভিযান চালিয়ে বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে ওই ৩ অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে একটি সোনার চেন, সোনার কানের অলংকার এবং কিছু নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি জেলা দায়রা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নেবে তামিলনাডু পুলিশ।
দীর্ঘ ৫ বছর ধরে তামিলনাডুর কোয়েম্বাটুর জেলায় গ্রানাইড এবং টাইলস মিস্ত্রীর কাজ করত জলপাইগুড়ির ৩ যুবক। চলতি বছরের ২২ জানুয়ারি থেকে কোয়ম্বাটুর জেলার আন্নুর থানার এলাকায় মেইল স্বামী নামে এক ব্যক্তির বাড়িতে কাজ শুরু করে ওই যুবকেরা। সেই বাড়িতে মেইল স্বামী তাঁর স্ত্রীকে নিয়ে থাকতেন। কাজ শুরুর প্রথমদিন থেকে ওই দম্পতির সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করে নেয় ওই ৩ যুবক। গত মাসের ২৭ তারিখ ওই ৩ যুবক মধ্যরাতে চড়াও হয় তামিল দম্পতির বাড়িতে। বাড়িতে ঢুকে প্রথমে গৃহকর্তা মেইল স্বামীকে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। ওই ব্যক্তি অচৈতন্য হয়ে পড়লে তাঁর স্ত্রীর উপর হামলা করে অভিযুক্তরা। সেইসময় ওই মহিলাকে শ্বাসরোধ করে খুন করে নগদ টাকা এবং সোনার অলংকার নিয়ে পরদিন ট্রেনে করে জলপাইগুড়িতে পালিয়ে আসে অভিযুক্ত ৩ যুবক।
অপরদিকে, ঘটনার পরেই আন্নুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার পরিবার। তদন্তে নেমে পুলিশ জানতে পারেন, অভিযুক্তরা জলপাইগুড়ির বাসিন্দা। এরপর গত রবিবার তামিলনাডু পুলিশের ১০ জনের একটি দল জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পুরো ঘটনাটি জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসনকে লিখিত আকারে জানায় তামিলনাডু পুলিশ। বুধবার জলপাইগুড়ি কোতয়ালি পুলিশ অভিযানে নামে। অবশেষে গতকাল গভীর রাতে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।
সংবাদদাতাঃ সৌরভ দেব
ছবিঃ সমীর
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DTOZco
February 01, 2018 at 06:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন