রাজগঞ্জ, ১ ফেব্রুয়ারিঃ প্রচুর চোরাই বাইক ও সাইকেল উদ্ধার করল পুলিশ। চুরির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম রতন শীল, ভোলা রায় ও অভিজিৎ ভট্টাচার্য। ২৭টি চোরাই বাইক ও ২০টি সাইকেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হলে বিচারক তাদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, রাজগঞ্জের আমবাড়িতে চোরাই বাইক মজুত রাখা হয়। সেখান থেকে বাইকের অবৈধভাবে নথি তৈরি করে বাজারে বিক্রি করা হয়। সেই মোতাবেক রাজগঞ্জ থানার পুলিশ আমবাড়ির আমপাকড়ি থেকে এই চক্রের একজনকে গ্রেফতার করে। ধৃতকে জেরার পর আরও কয়েকটি জায়গায় চোরাই বাইক মজুত রাখার কথা জানতে পারে পুলিশ। এদিন আমবাড়ির দুটি এলাকায় অভিযান চালিয়ে ১৮টি বাইক এবং ২০টি চোরাই সাইকেল উদ্ধার করে। ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ।
অপরদিকে, এদিন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে আমবাড়িতে অভিযান চালিয়ে আরেকটি জায়গা থেকে ১০টি বাইক উদ্ধার করে। ঘটনায় আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সংবাদদাতাঃ রণজিৎ বিশ্বাস
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DY5PH7
February 01, 2018 at 08:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন