কুমিল্লার তিতাসে মুক্তিযোদ্ধার ওপর সশস্ত্র হামলা করে দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাতাকান্দি বাস স্টেশনের পশ্চিমপাশের কেশবপুর সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদিন (৭২) উপজেলার কেশবপুর গ্রামের মৃত কদম আলী ভূঁইয়ার ছেলে।
আজ এ ব্যাপারে শুক্রবার তিতাস থানায় একটি অভিযোগ করা হয়েছে। আহত মুক্তিযোদ্ধা বর্তমানে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার আবু ছালে মো. ইসমাইলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মুক্তিযোদ্ধার ছেলে মো.মাহবুবুর রহমান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় বাতাকান্দি বাজারস্থ আমীর প্লাজায় বাদীর ছোঁয়া ফ্যাশন থেকে এক ব্যক্তির নিকট থেকে পাওনা ৪ লাখ টাকার মধ্যে ২ লাখ টাকা নিয়ে ফিরছিলেন মো. জয়নাল আবেদিন। তিনি কেশবপুরগামী সিএনজি স্ট্যান্ডে পৌঁছলে একই গ্রামের মৃত আ. করিম মিয়ার ছেলে ওবায়েদ (৪৫), মৃত সিদ্দিক মিয়ার ছেলে অলী মিয়া (৪২) ও মৃত জাহেদ মিয়ার ছেলে মো. হাসান মিয়াসহ (৪৩) ছয়-সাত জন দলবদ্ধ হয়ে তা ওপর অতর্কিত হামলা চালায়। গুরতর আহত করে এবং সাথে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
অপর দিকে অভিযুক্ত আলী মিয়া ও ওবায়েদ সাংবাদিকদের বলেন, পূর্ব থেকে জয়নাল আবেদীনের সাথে বিভিন্ন বিষয়ে মতবিরোধ চলে আসছে। এসব বিষয় নিয়ে আগামী ২ মার্চ স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে সালিশি বৈঠকের মাধ্যমে মিমাংসা করে দেওয়ার কথা ছিল। ওই সূত্র ধরেই হাতাহাতি ও ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটেছে। তবে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা অভিযোগটি মিথ্যা।
from Comillar Khabor – কুমিল্লার খবর http://ift.tt/2ov89i8
February 23, 2018 at 11:36AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন