তিতাসে মুক্তিযোদ্ধার ওপর হামলা করে দুই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার তিতাসে মুক্তিযোদ্ধার ওপর সশস্ত্র হামলা করে দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাতাকান্দি বাস স্টেশনের পশ্চিমপাশের কেশবপুর সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদিন (৭২) উপজেলার কেশবপুর গ্রামের মৃত কদম আলী ভূঁইয়ার ছেলে। 

আজ এ ব্যাপারে শুক্রবার তিতাস থানায় একটি অভিযোগ করা হয়েছে। আহত মুক্তিযোদ্ধা বর্তমানে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার আবু ছালে মো. ইসমাইলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। 
এ ঘটনায় মুক্তিযোদ্ধার ছেলে মো.মাহবুবুর রহমান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় বাতাকান্দি বাজারস্থ আমীর প্লাজায় বাদীর ছোঁয়া ফ্যাশন থেকে এক ব্যক্তির নিকট থেকে পাওনা ৪ লাখ টাকার মধ্যে ২ লাখ টাকা নিয়ে ফিরছিলেন মো. জয়নাল আবেদিন। তিনি কেশবপুরগামী সিএনজি স্ট্যান্ডে পৌঁছলে একই গ্রামের মৃত আ. করিম মিয়ার ছেলে ওবায়েদ (৪৫), মৃত সিদ্দিক মিয়ার ছেলে অলী মিয়া (৪২) ও মৃত জাহেদ মিয়ার ছেলে মো. হাসান মিয়াসহ (৪৩) ছয়-সাত জন দলবদ্ধ হয়ে তা ওপর অতর্কিত হামলা চালায়। গুরতর আহত করে এবং সাথে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

অপর দিকে অভিযুক্ত আলী মিয়া ও ওবায়েদ সাংবাদিকদের বলেন, পূর্ব থেকে জয়নাল আবেদীনের সাথে বিভিন্ন বিষয়ে মতবিরোধ চলে আসছে। এসব বিষয় নিয়ে আগামী ২ মার্চ স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে সালিশি বৈঠকের মাধ্যমে মিমাংসা করে দেওয়ার কথা ছিল। ওই সূত্র ধরেই হাতাহাতি ও ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটেছে। তবে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা অভিযোগটি মিথ্যা।



from Comillar Khabor – কুমিল্লার খবর http://ift.tt/2ov89i8

February 23, 2018 at 11:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top