কুমিল্লায় অনিয়মের অভিযোগে পরীক্ষা নিয়ন্ত্রক ও বিদ্যালয় পরিদর্শককে বদলি

অনিয়মের অভিযোগে অবশেষে নানা আলোচনা-সমালোচনার মুখে কুমিল্লা বোর্ড ছাড়তে হচ্ছে বহুল আলোচিত ও বিতর্কিত পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ এবং বিদ্যালয় পরিদর্শক ইলিয়াস উদ্দিন আহম্মদকে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ জারি করা হয়েছে।

জানা যায়, শিক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রিত শিক্ষা বোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরে ফিরে বছরের পর বছর থাকা কর্মকর্তাদের বিষয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমণিত হওয়ায় তাদের বদলির সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার দুটি আদেশে ৩০ জন বিসিএস কর্মকর্তাকে দেশের বিভিন্ন সরকারি কলেজে বদলি করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব ফাতেমা তুল জান্নাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

বদলির আদেশের ২২ নম্বর ক্রমিকে থাকা কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রেষণে কর্মরত ও বহুল আলোচিত পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদকে (৩৫৪৫) সহযোগী অধ্যাপক (দর্শন) হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর সরকারি কলেজে এবং ১৮ ক্রমিকে থাকা একই বোর্ডে প্রেষণে কর্মরত বিদ্যালয় পরিদর্শক ইলিয়াস উদ্দিন আহম্মদকে (২৮৫৭) সহযোগী অধ্যাপক (ব্যবস্থাপনা) হিসেবে নওগাঁ সরকারি কলেজে বদলি করা হয়। বদলির এই আদেশ ই-মেইলে এরইমধ্যে কুমিল্লা বোর্ডে পৌঁছেছে বলে বোর্ড সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে বোর্ডের দায়িত্বশীল কেউ মন্তব্য করতে চাননি।



from Comillar Khabor – কুমিল্লার খবর http://ift.tt/2oqakEs

February 23, 2018 at 07:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top