রায়গঞ্জ, ২৮ ফেব্রুয়ারিঃ যানজটে আটকে রাস্তা। শিলিগুড়ি মোড় থেকে কসবা মোড় রায়গঞ্জ শহরের ব্যস্ততম রাস্তা। এই রাস্তার ওপরই রয়েছে বাসস্ট্যান্ড ও কোর্ট। রাস্তার দুপাশে বাজার। রয়েছে ফুটপাতও। অইনসম্মত না হলেও টোটোর দাপটও রয়েছে বেশ। প্রায় একইরকম ব্যস্ত থাকে বিদ্রোহী মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত রাস্তাটিও। ফলে যানজট লেগেই থাকে। সময়ে গন্তব্যে পৌঁছাতে বেশ বেগ পেতে হয় সাধারণ মানুষকে। রায়গঞ্জ শহরের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রায়গঞ্জ শহর জুড়ে বাড়ছে বেআইনি দখলদারদের রমরমা। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তার দুধারের ফুটপাত গড়ে উঠছে। সেখানে রেখে দেওয়া হয় দোকানের মালপত্র, সাইকেল ও বাইক। ফলে রাস্তার পরিসর ক্রমশ কমছে।
কিছুদিন আগে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে একটি ট্রাকের ধাক্কায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছিল। যার জেরে রণক্ষেত্র হয়ে উঠেছিল এলাকা। প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়েছিল শহর জুড়ে। জনতা-পুলিশ খন্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। প্রশাসনের তরফে বলা হয়েছিল, শহরকে যানজট মুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে। তরপরও নেই কোনো উদ্যোগ, নেই কোনো হেলদোল।
তথ্য ও ছবিঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2EZ14Sb
February 28, 2018 at 01:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন