নরডিক দেশ থেকে রাজ্য বিজেপি অফিসে রাষ্ট্রদূতরা

কলকাতা, ২৮ ফেব্রুয়ারিঃ ভারতে শিল্পের পরিস্থিতি খতিয়ে দেখতে ইউরোপের তিন দেশের সফররত রাষ্ট্রদূতরা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দেখা করেন।

জানা গিয়েছে, ডেনমার্ক, ফিনল্যান্ড ও নরওয়ের রাষ্ট্রদূতরা মঙ্গলবার রাজ্যের বর্তমান সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন দিলীপবাবুর সঙ্গে। এদিন দিলীপবাবু ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির অন্যতম নেতা শিশির বাজোরিয়া৷ তিনি জানিয়েছেন, বিজেপি বাংলায় উন্নয়নের জন্য কাজ করবে এবং বাংলার উন্নয়নে বৈদেশিক বিনিয়োগকে সমর্থন করবে।

তবে শুধু বিজেপি-ই নয়, কংগ্রেস এবং বাম দলগুলির সঙ্গেও দেখা করতে পারেন এই তিন দেশের রাষ্ট্রদূতরা৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের সঙ্গেও তাঁরা দেখা করবেন।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BVl8lE

February 28, 2018 at 01:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top