কলকাতা, ২৮ ফেব্রুয়ারিঃ ভারতে শিল্পের পরিস্থিতি খতিয়ে দেখতে ইউরোপের তিন দেশের সফররত রাষ্ট্রদূতরা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দেখা করেন।
জানা গিয়েছে, ডেনমার্ক, ফিনল্যান্ড ও নরওয়ের রাষ্ট্রদূতরা মঙ্গলবার রাজ্যের বর্তমান সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন দিলীপবাবুর সঙ্গে। এদিন দিলীপবাবু ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির অন্যতম নেতা শিশির বাজোরিয়া৷ তিনি জানিয়েছেন, বিজেপি বাংলায় উন্নয়নের জন্য কাজ করবে এবং বাংলার উন্নয়নে বৈদেশিক বিনিয়োগকে সমর্থন করবে।
তবে শুধু বিজেপি-ই নয়, কংগ্রেস এবং বাম দলগুলির সঙ্গেও দেখা করতে পারেন এই তিন দেশের রাষ্ট্রদূতরা৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের সঙ্গেও তাঁরা দেখা করবেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BVl8lE
February 28, 2018 at 01:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন