প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদান পেলেন ছাত্রলীগকর্মী শাহিন


সুরমা টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ১০ লক্ষ টাকা অনুদানের চেক গ্রহণ করেছেন সিলেটের ছাত্রলীগ কর্মী শাহিন।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই অনুদানের চেক শাহিনের কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক মাহফুজ চৌধুরী জয়।

শাহীন আহমদ সিলেট সদর উপজেলার টুকেরবাজারের পীরপুর গ্রামের নুরুল আমিনের ছেলে ও মদন মোহন কলেজের শিক্ষার্থী।

গত বছরের ৭ আগস্ট নগরীর সোবহানিঘাট এলাকার জালালাবাদ কলেজে হামলার ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহতাবস্থায় শাহীনকে ঢাকায় স্থানান্তর করা হয়। পরে তার একটি হাত কেটে ফেলতে হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2EjMBzG

February 10, 2018 at 02:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top