কখনো কখনো মুখের ভাষার চেয়েও বেশি স্পষ্ট ইশারা-ইঙ্গিত। শনিবার রাতে ইশারা-ইঙ্গিতেই ক্যামেরাম্যানদের সাথে কথা বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সে সময় দক্ষতায় সাথে নিজের মনের ভাষাটাকে বুঝিয়ে দিলেন এই তারকা ফুটবলার। ক্যামেরাম্যানদের উদ্দেশ্যে এমনভাবে ইশারায় কথা বললেন, যার স্পষ্ট অনুবাদ, আমাকে নয়, মাঠের খেলা ভিডিও করুন। লেভান্তের বিপক্ষে শনিবার রাতে লিগ পর্বের ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদের। ম্যাচের ৮২ মিনিটে রোনালদোকে তুলে নেন কোচ। কোনো রকম চোট বা লালকার্ড ছাড়া রোনালদো ম্যাচ শেষের আগেই মাঠ থেকে উঠে যাচ্ছেন, এমন ঘটনা বিরল। রিয়াল কোচ জিনেদিন জিদান সর্বশেষ কবে রোনালদোকে ম্যাচ শেষের আগেই বদলির উদ্দেশ্যে তুলে নিয়েছেন, স্পষ্ট মনে পড়ে না। রোনালদোকে তুলে নিয়ে কোচ জিদান মাঠে নামিয়ে দেন মার্কো এসেনসিওকে। হতাশা নিয়ে রোনালদো গিয়ে বসেন ডাগআউটের পাশে রিজার্ভ বেঞ্চে। ঘটনাটি যেহেতু বিরল, মাঠের খেলা বাদ দিয়ে ক্যামেরাম্যানদের ক্যামেরার ফোকাস বারবারই পড়ছিল বেঞ্চে বসে থাকা রোনালদোর উপর। ক্যামেরার সহায়তায় তার হতাশামাখা মুখখানা বারবারই ফুটে উঠছিল টেলিভিশনের পর্দায়। একবার, দুইবার, তিনবার। তার বেশি কতবার আর এই বাড়তি এই বিরক্তি সহ্য করা যায়! তিতিবিরক্ত হয়ে রোনালদো তাই ক্যামেরাম্যানদের মনে করিয়ে দেন তাদের আসল কর্মের কথা! প্রথমে মুখে আঙুল দিয়ে নির্দেশ করেন চুপ থাকার জন্য। পরে হাতের ইশারায় বুঝিয়ে দেন, তাকে নয়, মাঠের খেলা ক্যামেরায় ফিতায় বন্দী করুণ! সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৭:১৪/০৫ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sauZ3G
February 05, 2018 at 06:55AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন