বরাবরই তিনি বিতর্ককে ভালবাসেন। ব্যাট হাতে বাইশ গজে তিনি যতটা ভয়ংকর, বাইশ গজের বাইরে তিনি ততটাই বিতর্কিত এক মানুষ। তিনি আর কেউ নন, ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। পানশালায় পার্টি হোক কিংবা সুন্দরী ললনাদের সঙ্গে হইহুল্লোড়, অথবা অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে খেলতে গিয়ে মহিলা সাংবাদিককে কটূক্তি বরাবরই তিনি খবরের শিরোনামে থাকতেই যেন পছন্দ করেন। আর এবার ফের একবার বিতর্কে ক্যারিবিয়ান দৈত্য। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন গেইল। যেখানে তাঁর পরনে মুসলিম পোশাক। আর এখানেই তৈরি হয়েছে বিতর্ক। কেউ কেউ বাঁহাতি এই ব্যাটসম্যানের এ ধরনের কাজের সমালোচনা করে বলেছেন, এ ধরনের কাজ গেইলের শোভা পায় না। কেউ আবার লিখেছেন, খ্রিষ্টান হয়ে মুসলিম পোশাক পরা গেইলের উচিত হয়নি। কেউ বলেছেন, এভাবে মুসলিম ধর্মের মানুষদের ভাবাবেগে আঘাত দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার। তবে বেশিরভাগ মানুষই গেইলকে সমর্থন করেছেন। তবে আর যাই হোক না, খ্রিষ্টান হয়ে হঠাৎ মুসলিম পোশাক পরলেন কেন ক্রিস গেইল? সেই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি গেইল। আর/০৭:১৪/০৫ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2GPJygn
February 05, 2018 at 02:04PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন