চট্টগ্রাম, ০১ ফেব্রুয়ারি- নিজেদের প্রথম ইনিংসে ৫১৩ রানে অল আউট হল বাংলাদেশ। রিয়াদ ৮৩ রান নিয়ে অপরাজিত রয়েছেন। যা টেস্টে টাইগারদের পঞ্চম সর্বোচ্চ রান। আর লঙ্কার বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষেই নিজেদের সর্বোচ্চ ৬৩৮ রান করেছিল টিম টাইগাররা। এর আগে ৩৭৪ রানে দিন শেষ করা বাংলাদেশ দ্বিতীয় দিনের মত খেলা শুরু করে। বাংলাদেশের পক্ষে দিন শুরু করেন মমিনুল হক (১৭৫) ও মাহমুদুল্লাহ রিয়াদ (৯)। তবে মাত্র এক রান করেই সাজঘরে ফিরতে হয়েছে মমিনুল হক কে। দ্বিতীয় দিনের তৃতীয় ওভারেই মমিনুলকে ফেরান হেরাথ। মমিনুল ১৭৬ রান করতে বল খরচ করেছেন ২১৪টি। বাউন্ডারি ছিল ১৬টি আর ওভার বাউন্ডারি ছিল একটি। এরপর উইকেটে নতুন ব্যাটসম্যান হিসেবে আসেন মোসাদ্দেক হোসেন তবে এগিয়ে এসে মারতে গিয়ে মিড অনে ক্যাচ দেন মোসাদ্দেক হোসেন সৈকত। নিজের উইকেট হেরাথকে উপহার দেন ডানহাতি এ ব্যাটসম্যান! সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে মাত্র ৮ রান। দ্রুত ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পরে যায় বাংলাদেশ। মোসাদ্দেকের পরে রান আউটে কাটা পরে মিরাজের ইনিংস। ২০ রানেই শেষ তার ইনিংস। এরপর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ ও সানজামুল ইসলাম। মাহমুদুল্লাহর ফিফটি থেকে ১ রান দূরে থেকে লাঞ্চ বিরতিতে গিয়েছিলেন বাংলাদেশ। লাঞ্চ বিরতি থেকে ফিরে এসে টেস্টে নিজের ১৫ তম হাফ সেঞ্চুরি তুলে নেন টেস্ট অধিনায়ক মাহামুদুল্লাহ রিয়াদ। শ্রীলংকার বিরুদ্ধে নিজের ১৫ তম অর্ধশতক তুলে নেন তিনি। তার এই অর্ধশতকে রয়েছে ৪টি চার এবং ১ টি ছয়ের মার। দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারিয়ে সাড়ে চারশর আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ সপ্তম ব্যাটসম্যান হিসেবে রান আউট হওয়ার সময় বাংলাদেশের রান ৪১৭ পরে মাহমুদউল্লাহ-সানজামুলের ব্যাটে পাঁচশর আশা যাগে। লাঞ্চ বিরতির পর ৬ বলের মধ্যে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। সানজামুল ইসলামের বিদায়ে ভাঙে ৫৮ রানের অষ্টম উইকেট জুটি। লাকশান সান্দাকানের বলে স্টাম্পড হয়ে ফেরার আগে ৫৬ বলে এক চারে ২৪ রান করেন অভিষিক্ত সানজামুল। পরের ওভারে রঙ্গনা হেরাথের বলে বোল্ড হয়ে যান তাইজুল ইসলাম (১)। কিন্তু মোস্তাফিজ ইনিংস বড় করতে না পাড়ায় ৫১৩ তেই সন্তুষ্টি হলো টিম- টাইগারদের। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ৫১৩/১০ (১২৯.৫ ওভার)। ব্যাটিং:মাহমুদউল্লাহ রিয়াদ (৮৩*। আউট: তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সানজামুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সানজামুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কা একাদশ: দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, নিরোশান ডিকবেলা (উইকেটরক্ষক), রোশেন সিলভা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমাল, দিলরুয়ান পেরেরা, লাকশান সান্দাকান, লাহিরু কুমারা। সূত্র: বিডি২৪লাইভ আর/০৭:১৪/০১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2DWcrto
February 01, 2018 at 11:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top