মেয়ের বিয়ের টাকা দিবে সরকার

সুরমা টাইমস ডেস্ক::

১৮ বছরের উপরে মেয়ের বিয়ে দিলে এবং কোনো পরিবারের আয় বছরে বার্ষিক দেড় লাখ টাকার মধ্যে হলে ২৫ হাজার টাকা দেয়া হবে। এই প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘রূপশ্রী’।

ভারতের একটি রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এ কথা জানান। তিনি বলের, এ প্রকল্পের নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই প্রকল্পে ৬ লাখ পরিবার উপকৃত হবে। এই খাতে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

বুধবার রাজ্য বিধানসভায় বাজেট তুলে ধরা হয়। এ বাজেটে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের সাধের বাড়ি তৈরি যাতে মসৃণ হয় তার চেষ্টা হয়েছে । ধুঁকতে থাকা চা শিল্পকে চাঙ্গা করতে ২০১৮–১৯ এবং ২০১৯–২০ অর্থবর্ষে কৃষিকর সম্পূর্ণ মুকুব করে দেয়া হয়েছে। এরফলে ২৫ লাখ শ্রমিক উপকৃত হবেন বলে মনে করছে রাজ্য।

কষির সাফল্য তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ৬৭ কৃষিপণ্য উৎপাদনে রাজ্য সারাদেশে প্রথম স্থানে রয়েছে। আলু উৎপাদনে পশ্চিমবঙ্গ দ্বিতীয়। অতি উৎপাদনের কারণে কৃষককে ক্ষতির সম্মুখীন হতে হয়। সেই সমস্যা ঠেকাতে বিশেষ তহবিল গঠন করা হয়েছে। সেই খাতে ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2DOZtO6

February 01, 2018 at 01:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top