নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর আদালত পাড়ায় দৈনিক যুগান্তর ও শুভ প্রতিদিনের আলোকচিত্রী মামুন হাসান ও যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পালের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘোষিত ৬ দিনের কর্মসূচি শুরু হচ্ছে আজ থেকে। আজ বেলা ১২ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনের মাধ্যমে শুরু হওয়া টানা ৬ দিনের কর্মসূচি শেষ হবে বুধবার বিক্ষোভ মিছিলের মাধ্যমে। সিলেটের সর্বস্তরের সাংবাদিকবৃন্দ ও সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
এর আগে গত বুধবার রাতে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) কার্যালয়ে সিলেটের ৫ টি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের যৌথ সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
কর্মসূচির মধ্যে রয়েছে, শনিবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন, রোববার দুপুর ১২টায় জেলা পরিষদ ভবনের সামনে কালো ব্যাজ ধারণসহ অবস্থান, সোমবার দুপুর ১২টায় হামলাকারীদের আইন মোতাবেক শাস্তির দাবিতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি।
পরের দিন মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি প্রদান, বুধবার দুপুর ১২টায় ঘণ্টাব্যাপী কর্মবিরতি এবং বুধবার দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল।
সিলেটের সাংবাদিক সংগঠনগুলো যৌথসভায় সিলেটের পাঁচটি সংগঠনের সাংবাদিকরা একযোগে এই কর্মসূচিতে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেটের সাংবাদিকরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন; কিন্তু দিনের পর দিন সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানি বেড়েই চলেছে। এমন অবস্থা কোনোভাবেই মেনে নেয়া যায়। চলতে দেয়া যায় না। সাংবাদিকদের ওপর হামলাকারী দুষ্কৃতকারীদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে।
আদালত পাড়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যেসব হামলাকারী এখনও গ্রেফতার হয়নি তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
হামলাকারীরা যেসব রাজনৈতিক দলের পদধারী এবং লেজুরবৃত্তি করছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিক নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দলের প্রতিও আহবান জানান।
ইমজার সভাপতি আল আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মন্জুর সঞ্চালনায় যৌথসভায় বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিজিএ) এর আহবায়ক শ্যামানন্দ দাশ।
হামলার ঘটনায় দায়েরকৃত মামলা সহ সর্বশেষ পরিস্থিতি উল্লেখ করে বক্তব্য রাখেন, যুগান্তর সিলেট অফিসের ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ ও যমুনা টিভির সিলেট বিভাগীয় প্রধান মাহবুবুর রহমান রিপন।
চলমান আন্দোলনসহ সার্বিক বিষয়ে মতামত উপস্থাপন করে আরও বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এম এ হান্নান, ইমজার সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন শিহাব, সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনিরসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2GKsMPV
February 03, 2018 at 01:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন