মেয়েদের বিয়ারপানে উদ্বিগ্ন গোয়ার মুখ্যমন্ত্রী

পানাজি, ১০ ফেব্রুয়ারিঃ মেয়েরাও এখন বিয়ার পান করছে। এমন মন্তব্য করে বিতর্কে জড়ালেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর। তিনি জানিয়েছেন, এর ফলে সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যে প্রশ্ন তোলা হচ্ছে, পুরুষদের ছেড়ে শুধুমাত্র কেন মহিলাদের বিয়ারনপান নিয়ে এহেন মন্তব্য করা হল।

এই প্রথম গোয়ায় স্টেট ইউথ পার্লামেন্ট বসেছে। সেখানে গতকাল তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে মাদক সেবন নতুন কিছু নয়। গোটা বিশ্ব অনেকদিন ধরেই এই সমস্যার সঙ্গে যুযছে। তিনি জানিয়েছেন, মুম্বই আইআইটির ছাত্র থাকাকালীন তিনি দেখেছেন, একদল পড়ুয়া তখন নিয়মিত গাঁজা টানত। আবার একদল ছিল পর্নোগ্রাফিতে আসক্ত। তবে সাম্প্রতিক কালে মহিলাদের মধ্যে বিয়ারপানের প্রবণতা বাড়ছে।

যদিও পার্রিকর জানিয়েছেন, মাদকচক্র দমন করতেও গোয়া সরকার যথেষ্টই উদ্যোগী। তিনি বলেন, ২০১৭ সালের ১৩ আগস্ট থেকে ১৭০ জনকে মাদকচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তবে মাদক নেওয়া পুরোপুরি বন্ধ হবে বলে বিশ্বাস করেন না তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, এখন তিনি এ ব্যাপারে ভয় পাচ্ছেন কারণ মেয়েরাও বিয়ার পান শুরু করেছে। এনিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। বলেন, এভাবেই কাজ করে ড্রাগ সিন্ডিকেট। প্রথমে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের কোণে একটা ছোট দল ড্রাগ নেওয়া শুরু করে, তারপর তা ছড়িয়ে যায় অন্যদের মধ্যে, আরও ছেলেমেয়ে ফাঁদে পড়ে। এবিষয়ে তিনি বলেন, বাবা মায়ের উচিত ছেলেমেয়ের দিকে নজর রাখা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2EeYrXS

February 10, 2018 at 02:49PM
10 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top