বাবরি মসজিদের জমি বিক্রি বা উপহার নয়

হায়দরাবাদ, ১০ ফেব্রুয়ারিঃ বাবরি মসজিদ নিয়ে নিজেদের অবস্থানে অটল থাকল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। রামমন্দির-বাবরি মসজিদ নিয়ে আলোচনায় হায়দরাবাদে ল বোর্ডের প্লেনারি বৈঠকে তাঁরা জানিয়েছেন, মসজিদের জমি কাউকে উপহার দেওয়া বা বিক্রি করা যাবে না। ১৯৯০ এর ডিসেম্বর ও ১৯৯৩ এর জানুয়ারিতে বোর্ড যে অবস্থান নেয় এখনও সে কথাই বলেছেন তাঁরা। তাঁদের বক্তব্য, শরিয়া আইন অনুযায়ী মসজিদের জমি কাউকে কোনোভাবেই দেওয়া যায় না। একবার যে জমি মসজিদের কাজে ব্যবহৃত হয়, তা ঈশ্বরের হয়ে যায়।

আর্ট অফ লিভিংয়ের প্রতিষ্ঠাতা শ্রীরবিশঙ্করের সঙ্গে দেখা করেন ল বোর্ডের এক্সিকিউটিভ সদস্য মৌলানা সৈয়দ সলমন হুসেন নাদভি। তিনি বলেন, অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির হলে তাঁদের আপত্তি নেই। বদলে মসজিদ তৈরির জন্য মুসলমানদের এক খণ্ড জমি দেওয়া হোক। কিন্তু ল বোর্ড তাঁর এই বক্তব্য বাতিল করে দিয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ETs6XX

February 10, 2018 at 02:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top