ঋণের হার অপরিবর্তিত রাখল আরবিআই

মুম্বই, ৭ ফেব্রুয়ারিঃ রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল আরবিআই। তবে কেন এই সিদ্ধান্ত? জানা গিয়েছে, মুদ্রাস্ফীতি ও আর্থিক ঘাটতির আশঙ্কার জেরেই রেট আগে যা ছিল তাই বহাল রাখল রিজার্ভ ব্যাংক। আজ আরবিআইয়ের ৬ সদস্য-বিশিষ্ট অর্থবিষয়ক নীতি-নির্ধারক কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, রেপো রেট ও রিভার্স রেপো রেট যথাক্রমে ৬ এবং ৫.৭৫ শতাংশ হারেই বহাল থাকবে।

আরবিআইয়ের মতে, রাজ্যগুলিতে সপ্তম পে কমিশন কার্যকর হওয়া থেকে শুরু করে তেলের উচ্চ দাম, অন্তঃশুল্ক বৃদ্ধি। তবে চলতি অর্থবর্ষের তুলনায় আগামী অর্থবর্ষে আর্থিক ঘাটতির পরিমাণ বৃদ্ধি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে আগামীদিনে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেতে পারে বলে অনুমান।

আরবিআই আরও জানিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সরকারি বিনিয়োগের মাত্রা কমে যাওয়ার নেতিবাচক প্রভাব পড়তে পারে বাজারে। চলতি অর্থবর্ষের শেষে জিডিপি বৃদ্ধির হার ৬.৬ শতাংশে দাঁড়াবে বলে জানিয়েছে আরবিআই। তবে, আগামী অর্থবর্ষে এই বৃদ্ধির হার ৭.২ শতাংশে থাকবে বলেও আশাবাদী শীর্ষ ব্যাংক।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2E6BTZh

February 07, 2018 at 10:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top