দার্জিলিং, ৭ ফেব্রুয়ারিঃ নাম না করে বিমল গুরুংয়ের কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংয়ে সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে ভোটে জেতা যায়। হৃদয় নয়। তাই ডিভাইড রুল নয়, হৃদয় দিয়ে চাই দার্জিলিং জিততে।
গতকাল দার্জিলিং পৌঁছন মুখ্যমন্ত্রী। আজ সকালে রাস্তায় ঘুরতেও বেরোন। বেশ কিছুক্ষণ সময় কাটান। দুপুরে ম্যালে সরকারি সভামঞ্চে আসেন। সেখানে তিনি বলেন, অনেকে টাকা দিয়ে গন্ডগোল বাধিয়ে দার্জিলিংয়ের সুনাম নষ্ট করতে চায়। তবে পাহাড় ভালো থাকুক সেটাই তিনি চান।
এমনকী পাহাড়ে একটি বিশ্ববিদ্যালয় গড়ারও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি বলেন, পর্যটকরা হল লক্ষ্মী। কখনই তাদের বিমুখ করা উচিত নয়।
এছাড়া মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ে আইটি, টুরিজম, ভেজিটেবল, অর্কিড নিয়ে ভাবা যেতে পারে। মার্চ-এপ্রিলে আগ্রহী শিল্পপতিদের এখানে আনতে চেষ্টা করব। তবে হাংসা ছড়ালে তা সম্ভব নয় বলেও জানান। তাই দার্জিলিংকে শান্ত থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FV5Rjs
February 07, 2018 at 10:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন