রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ

সুরমা টাইমস ডেস্ক::          আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেনছেন, বাংলাদেশের মাটিতে ভারতের কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেওয়া হয়নি। ওই সন্ত্রাসীদের বাংলাদেশ থেকে নির্মূল করায় আজ ভারতের সাত রাজ্যের নিরাপত্তা সমস্যা নেই। কিন্তু নরেন্দ্র মোদি সরকার থেকে বর্তমান সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তিস্তা চুক্তি করা হবে বলে বাংলাদেশকে আশ্বাস দিয়েছিল। বাংলাদেশের নির্বাচনের আর মাত্র সাত-আট মাস বাকি থাকলেও ওই চুক্তি এখনো হয়নি। ভারতীয় সাংবাদিকদের উচিত এ বিষয়টি তাঁদের সরকারের কাছে তুলে ধরা। আজ বুধবার বাংলাদেশ-ভারত গণমাধ্যম সংলাপ-২০১৮-এর সমাপনী দিনে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা ১০ লাখ রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ বিপদে রয়েছে। তাদের মিয়ানমারে ফেরত পাঠাতে ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ। মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার চাপ দিতে ভারতের সাংবাদিকেরা যাতে ভূমিকা রাখেন, সেই আহ্বানও জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, ’৭১-এ মহান স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করে ভারত। এ জন্য বাংলাদেশ কৃতজ্ঞ। কিন্তু ভারতেরও মনে রাখতে হবে, আওয়ামী লীগ ২১ বছর পর ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসতে তাদের অনেকের সঙ্গে কৌশলগত ঐক্য করতে হয়েছে। এ ক্ষেত্রে অনেক ভুল-ত্রুটি হতে পারে। তবে আওয়ামী লীগ ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে, বড় বড় উন্নয়ন প্রকল্পে হাত দিয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের কৌশল নিয়ে ভারতীয় অনেক পত্রিকা সমালোচনা করেছে। কিন্তু তাদেরও মনে রাখতে হবে, বাংলাদেশে বিকল্প হিসেবে যারা আছে, তারা পাকিস্তানের মিত্র। তারা এক সময় বাংলাদেশকে পাকিস্তানের ধারায় নিয়ে যেতে চেয়েছিল। ভারতের সাত রাজ্যের সন্ত্রাসীদের সহযোগিতা দিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছিল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, আইসিএলডিএসের চেয়ারম্যান মোহাম্মদ জামির ও নির্বাহী পরিচালক আবদুর রশিদ, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১-এর প্রধান নির্বাহী মোজাম্মেল বাবু প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Fh0ZpH

February 22, 2018 at 12:16AM
22 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top