এরশাদও সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন


আহমেদ শাকিল ঃঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরের দু’দিনের মাথায় জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন। বৃহস্পতিবার দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেন।মাজার জিয়ারতের পর সিলেট সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ শেষে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল ৪টায় হেলিকপ্টারযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলাম। আগামী নির্বাচনে জাতীয় পার্টি বিরোধীদল হিসেবে নির্বাচন করবে। আওয়ামী লীগ এর সঙ্গে কোনো ঐক্য হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন করবো।

সিলেটে এরশাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাসহ কেন্দ্রীয় নেতারা।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2GErDJH

February 02, 2018 at 03:29PM
02 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top