বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হলে ইলিয়াস আলী ফিরে আসবেন–লুনা

নিজস্ব প্রতিনিধি::        বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও ইলিয়াসপত্নী তাহসিনা রুদশী লুনা বলেছেন, আসন্ন নির্বাচনে বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হলে, আপনাদের নেতা ইলিয়াস আলী আপনাদের মাঝেই ফিরে আসবেন। আওয়ামী লীগ সরকারের দায়ের করা একাধিক মিথ্যা মামলায় কোর্টে হাজিরা দিতেই দিনের পর দিন ব্যস্থ থাকতে হয় বিএনপির নেতাকর্মীদেরকে। তারপরও এলাকার গরীব-দুস্থ-অসহায় মানুষের পাশে সাহায্য নিয়ে দাঁড়ান বিএনপির নেতাকর্মীরা। বিশ্বনাথসহ সিলেট-২ আসনে ইলিয়াস করার ৫শত কিলোমিটার সড়ক আজ ভেঙ্গে, বেড়েছে জনদূর্ভোগ। তা সংস্কার করারও ক্ষমতা নেই স্থানীয় এমপি ও সরকারের।

গতকাল শুক্রবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার উত্তর ধর্মদা গ্রামে যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আহাদ নাসিম রেজার অর্থায়নে ও উদ্যোগে এলাকার গরীব-দুস্থ-অসহায় ২শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে শীতের কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন যুবদল নেতা আবুল কালাম ও স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আহাদ নাসিম রেজা।

উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম কছিরের সভাপতিত্বে ও যুব বিষয়ক সম্পাদক আবদুল মোমিন মামুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী আবদুল হাই। বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি চমক আলী।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মঈনুল হক, উপজেলা বিএনপির সহ মনির মিয়া, যুগ্ম সম্পাদক আবদুল কুদ্দুছ, জামাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান রিপন, সুমন মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল জলিল, বিএনপি নেতা জাহিদুল ইসলাম, আয়না মিয়া, আবদুস ছত্তার রেজা কর্ণেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল লতিফ, যুবদল নেতা সাইদুর রহমান রাজু, মোঃ শাহজাহান, আবদুস শহিদ, মঈনুল হক, সুমন মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য শেখ ফরিদ, রুহেল আহমদ কালু, ইমরান আহমদ সুমন, মোহাম্মদ আলী, শিব্বির আহমদ, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এ কে রাজু, ছাত্রদল নেতা দিলোয়ার হোসেন সজিব, লুৎফুর রহমান, জাকির ডন, জামাল উদ্দিন, রাজেক মিয়া, একরাম মিয়া, সাহেদ আহমদ, আফজল মিয়া, এমদাদুর রহমান, আক্তার হোসেন প্রমুখ’সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2DYUB5h

February 03, 2018 at 05:32PM
03 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top