চলতি বছরের ভালোবাসা দিবসের সবচেয়ে বড় আকষর্ণ কী? এমন প্রশ্ন করা হলে ফুটবল প্রেমীরা অবশ্যই উত্তর দেবেন রিয়াল মাদ্রিদ বনাম প্যারিস সেন্ট জামেইর (পিএসজি) ম্যাচ। চ্যাম্পিয়ন ট্রফির শেষ ষোলর লড়াইতে আজ বুধবার দিনগত রাত ১-৪৫ মিনিটে মুখোমুখি হবে দল দুটি। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ষোলোর প্রথম লেগে নামছে প্যারিসের দলটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন টু। হাইভোল্টেজ এই লড়াইয়ে দুই দলই খেলার কথা ৪-৩-৩ ফরম্যাটে। প্যারিস জায়ান্টদের বিপক্ষে লড়াইয়ের আগে রিয়াল কোচ জিনেদিন জিদান জানাচ্ছেন, প্রস্তুত তার দল। চলতি লা লিগায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা রিয়াল শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পেয়েছে ৫-২ গোলের বড় জয়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অবশ্য দেখা মিলল গম্ভীর এক জিদানেরই। সেই গম্ভীরতাই পিএসজিকে দিচ্ছে কঠিন বার্তা। আমরা প্রস্তুত। এবং এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা শুধু বুধবারের ম্যাচটা নিয়েই ভাবতে চাই। সেটাই আমাদের সামনে প্রধান চ্যালেঞ্জ। অন্যদিকে পিএসজির আর্জেন্টাইন তারকা ডি মারিয়া নামার আগেই হুংকার ছুড়লেন। জানালেন, গত মৌসুমের চেয়ে এবার বেশ শক্তিশালী পিএসজি। এছাড়া হাইভোল্টেজ ম্যাচগুলোতে ভাগ্যেরও ব্যাপার-স্যাপার থাকে। তবে আর্জেন্টাইন তারকা মানছেন রিয়াল মাদ্রিদ দারুণ একটি দল। চ্যাম্পিয়ন্স লিগে তারা সবসময়ই পারফর্ম করে। যখনই চ্যাম্পিয়ন্স লিগের সংগীত বেজে ওঠে, তাদের খেলোয়াড়রা বদলে যায় এবং সেরাটা খেলে। রিয়াল মাদ্রিদ একাদশ: আক্রমণ: ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজেমা, মধ্যমাঠ: লুকা মড্রিচ, কাসিমেরো, টনি ক্রুস, মার্সেলো, সার্জিও রামোস, ভারানে ও নাচো গোলরক্ষক: কেইলর নাভাস কোচ: জিনেদিন জিদান প্যারিস সেন্ট জামেই (পিএসজি) একাদশ: আক্রমণ: নেইমার, এডিনসন কাভানি, কিলিয়ান এমবাপে মধ্যমাঠ: ভেরাত্তি, লেস, রেবিওট। রক্ষণ ভাগ: ইউরি, থিয়াগো সিলভা, মারকুইনোস আর দানি আলভেজ গোলরক্ষক: অ্যারিওলা কোচ: উনাই এমেরি সূত্র: আরটিভি অনলাইন আর/১২:১৪/১৫ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Esu2We
February 15, 2018 at 06:24AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন