মোদি-ট্রুডো কথা শুরু

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারিঃ শেষ পর্যন্ত ভারতে সফররত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে গার্ড অব অনার দেওয়ার পর দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়। প্রোটোকল ভেঙে জাস্টিনকে বিমানবন্দরে স্বাগত জানাননি মোদি। কানাডার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে এক প্রাক্তন খালিস্তানি জঙ্গি থাকায় বিতর্ক আরও বাড়ে। তবে, এদিন হালকা মেজাজেই মোদি ট্রুডো এবং তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। ট্রুডোর মেয়ের সঙ্গে খুনসুটি করেও বিতর্কের আবহ কিছুটা লঘু করে দেন মোদি।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও বৈঠক হবে ট্রুডোর। দু-দেশের মধ্যে শিক্ষা, বাণিজ্য, প্রতিরক্ষা সহ বিভিন্ন বিষয়ে একাধিক চুক্তি হওয়ার কথা।

ছবিঃ ট্রুডোর মেয়ের সঙ্গে হালকা মেজাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2HFkc5d

February 23, 2018 at 10:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top