টরন্টো, ২১ ফেব্রুয়ারি- একুশের প্রথম প্রহরে টরন্টো নগরীর সর্বস্তরের জনগনের শ্রদ্ধা ও ভালবাসায় ফুলে ফুলে ঢাকা ছিলো ঘরোয়া প্রাঙ্গনে স্থাপিত অস্হায়ী শহীদ মিনার। মধ্যরাতে একমিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় সর্বস্হরের জনগনের শ্রদ্ধা নিবেদন। টরেন্টোর সিটি মেয়র জন টোরির শ্রদ্ধা নিবেদনের পর একে একে শ্রদ্ধা নিবেদন করেন বিল ব্লেয়ার এমপি, নাথানিয়াল স্মিথ এমপি, আর্থার পটস এমপিপি, এনডিপি থেকে এমপিপি পদ প্রার্থী বাংলাদেশী বংশোদ্ভুত ডলি বেগম এবং টরেন্টোতে অবস্হানরত সর্বস্তরের বাংলাদেশীরা। একুশের প্রথম প্রহরে টরন্টোর অস্থায়ী শহীদ মিনার প্রাঙ্গণে ৫২র ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণের উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি দেবব্রত দে তমাল, সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী (রনি), সহ সভাপতি আব্দুল হামিদ, অর্থ সম্পাদক ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক মকবুল হোসেন মঞ্জ, সাংস্কৃতিক সম্পাদক মানিক চন্দ. স্পোর্টস সম্পাদক এজাজ চৌধুরী, ধর্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধিরী, সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য সৈয়দ আফসার, আমিনুর রশীদ চৌধুরী, সামুন ভূইয়া সহ অন্যান্য নেত্রীবৃন্দ। -প্রেস বিজ্ঞপ্তি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2CiHQoO
February 23, 2018 at 04:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top