দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১২

মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারিঃ দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ১২ জন। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার রূপসা গ্রামে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে।

সূত্রের খবর, ঝাড়গ্রামের দিকে যাওয়ার সময় রূপসা গ্রামের কাছে একটি বাসের টায়ার ফেটে যায়। তখন উলটো দিক থেকে আসা দিঘাগামী একটি বাসের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। বিষয়টি দেখতে পেয়ে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা। দুর্ঘটনার পর বেশ খানিকক্ষণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। যানজটে আটকে পড়ে বহু গাড়ি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Cu1z0v

February 19, 2018 at 02:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top