সুরমা টাইমস ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বাস থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম মুছে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এ নাম মুছে ফেলা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দেওয়া ঢাবির বাসগুলোতে দাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার নাম ছিল। একইভাবে অন্য বাসগুলোতে দাতা হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও রয়েছে।
নাম মুছে ফেলার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক শেখ নকিবুল ইসলাম সুমন, সলিমুল্লাহ মুসলিম হল শাখার সভাপতি তাহসান আহমেদ রাসেল, স্যার এ এফ রহমান হল ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান, সমাজসেবা বিষয়ক সম্পাদক রানা হামিদ, উপপ্রচার সম্পাদক খন্দকার রবিউল ইসলাম রবিসহ বেশ কয়েকজন নেতাকর্মীরা।
ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক শেখ নকিবুল ইসলাম সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘সাধারণ শিক্ষার্থীসহ কেউই চোর, এতিমের টাকা মেরে খাওয়া দুর্নীতিবাজের নাম দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে দেখতে চায় না।’
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগকে ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আমি এ বিষয়ে এখনো কিছু জানি না।’
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2o5HmZJ
February 14, 2018 at 01:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন