৫ উইকেটে হার ভারতের, সিরিজে টিকে থাকল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গ, ১১ ফেব্রুয়ারি: সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে ডাকওয়ার্থ-লুইস সিস্টেমে ৫ উইকেটে জিতে সিরিজে টিকে থাকল দক্ষিণ আফ্রিকা। ৬ ম্যাচের সিরিজের ফল এখন ৩-১।

গতকাল টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। শুরুতেই রোহিত শর্মার(৫)উইকেট হারায় ভারত। এরপর শিখর ধওয়ানকে(১০৯) সঙ্গে নিয়ে ১৫৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন বিরাট। ৭৫ রানের মাথায় ক্রিস মরিসের বলে ডেভিড মিলারের হাতে ক্যাচ আউট হয়ে ফিরে যান বিরাট।

ভারতীয় ইনিংসের ৩৪.২ ওভারের মাথায় বজ্রপাতের জন্য বন্ধ যায় খেলা। কিছুক্ষণ বন্ধ থাকার পর ফের শুরু হলে ভারত দক্ষিণ আফ্রিকার সামনে ২৯০ রান লক্ষ্যমাত্রা রাখে।

বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ওভার সংখ্যা কমে হয় ২৮। আমলাদের পরিবর্তিত টার্গেট হয় ২০২। ৫ উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। হেইনরিখ ক্লাসেন (২৭ বলে অপরাজিত ৪৩) ও অ্যান্ডিল ফেলুকওয়ায়ো ৫ বলে অপরাজিত ২৩) জুটিই দক্ষিণ আফ্রিকাকে সিরিজের প্রথম জয়ের স্বাদ এনে দেয়।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BQr0xn

February 11, 2018 at 12:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top