আবু ধাবি, ১১ ফেব্রুয়ারিঃ প্যালেস্তাইনে গিয়ে শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পাশাপাশি দুই দেশের মধ্যে শনিবার স্বাক্ষরিত হল ৬টি মউ। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে প্যালেস্তাইনের ভূখণ্ডে পা রাখলেন তিনি। সূত্রের খবর, দুই দেশের মধ্যে প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলার বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের সচিব বিজয় গোখেল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘ভারত ও প্যালেস্তাইনের মধ্যে ৬টি মউ স্বাক্ষর হয়েছে। বিষয়টিকে প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস ও তাঁর পারিষদরা স্বাগত জানিয়েছেন।’ পাশাপাশি তিনি এও বলেছেন, ভারত সরকার প্যালেস্টাইনে ১০০ শয্যার একটি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং উইমেন এমপাওয়ারমেন্ট সেন্টার তৈরি করবে। সেখানকার স্কুলগুলির পরিকাঠামোর সংস্কারের কাজেও সাহায্য করবে ভারত। পাশাপাশি সে দেশে প্রিন্টিং প্রেসের যন্ত্রাংশ ভারত থেকে রপ্তানি করা হবে। প্যালেস্তাইন সফরে গিয়ে সে দেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BmYrGE
February 11, 2018 at 12:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন