সুঞ্জওয়ান সেনা ছাউনিতে এনকাউন্টারে খতম ৪ জঙ্গি, শহিদ ৫ সেনা

জম্মু, ১১ ফেব্রুয়ারিঃ ৩০ ঘন্টারও বেশি সময় ধরে চলা সুঞ্জওয়ানে সেনা-জঙ্গি এনকাউন্টারের সমাপ্তি ঘটল। এই গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন অন্তত ৫ জওয়ান। প্রাণ হারিয়েছেন এক সাধারণ নাগরিকও। আহত ৯ জনেরও বেশি। এছাড়া ভারতীয় নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত অন্তত ৪ জঙ্গি।

শনিবার ভোর ৪.৪৫ নাগাদ অস্ত্রশস্ত্রে সুসজ্জিত একদল জৈশ ই মহম্মদ জঙ্গি সেনাদের ফ্যামিলি কোয়ার্টারে হামলা চালায়।

জঙ্গিদের গুলিতে শহিদ হন মদনলাল চৌধুরী(জুনিয়র কমিশনড অফিসার), মহম্মদ আশরাফ মীর, হাবিবুল্লাহ কুরেশী, মনজুর আহমেদ, মহম্মদ ইকবাল নামে সেনাকর্মীরা। এছাড়া সাধারণ নাগরিক মহম্মদ ইকবালের বাবাও প্রাণ হারান।

সেনা প্রধান বিপিন রাওয়াত জম্মু চলে আসেন, বৈঠক করেন বরিষ্ঠ সেনা কর্তাদের সঙ্গে।

সেনা সূত্রে খবর, জঙ্গিদের কাছে একে ৫৬ রাইফেল ও প্রচুর গোলাবারুদ, হ্যান্ডগ্রেনেড ছিল। খতম জঙ্গিদের কাছ থেকে অস্ত্রশস্ত্র ছাড়াও উদ্ধার হয় জৈশের পতাকাও। এর আগে ২০০৬-এ এই সুঞ্জওয়ান ছাউনিতেই আত্মঘাতী হামলায় ১২ জন সেনাকর্মী শহিদ হন।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BSfAJq

February 11, 2018 at 12:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top