নয়াদিল্লি, ১২ মার্চঃ সীমান্ত এলাকায় সেনাবাহিনীকে দ্রুত পরিকাঠামোগত সাহায্য দিতে রেল মন্ত্রককে ট্রেনের গতি বাড়ানোর নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। ভারতের সঙ্গে প্রতিবেশী দেশ চিন ও পাকিস্তানের তিক্ত সম্পর্কের কথা মাথায় রেখেই এই নির্দেশ দেওয়া হয়েছে। সেইমতো এই সব ট্রেনে প্রযুক্তিগত পরিবর্তন আনতে শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
এছাড়া, সেনাবিভাগের জন্য নির্দিষ্ট কিছু স্টেশনে বিশেষ লাইনের ব্যবস্থা করতে চলেছে রেল। যাতে অরুণাচল প্রদেশের ভারত-চিন সীমান্তে দ্রুত সেনা ও অস্ত্রশস্ত্র পৌঁছানো যায়। এই ব্যবস্থা অসম-অরুণাচল সীমানার ভালুকপং, অসমের মাকুম ও শীলাপাহাড়, নাগাল্যান্ডের মোকোচুং ও ডিমাপুরে থাকবে। পাশাপাশি সেনার চাহিদা বুঝতে আধিকারিকদের উত্তর পূর্বাঞ্চল ও পাকিস্তান সীমান্তে পাঠাবে রেল মন্ত্রক।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DmK42n
March 12, 2018 at 06:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন