বিরাটের কী ভবিষ্যদ্বাণী করলেন এই জ্যোতিষী?

নয়াদিল্লি, ১২ মার্চঃ জিতবেন টি২০ বিশ্বকাপ ও বিশ্বকাপ। ২০২৫-এর মধ্যে ভেঙে দেবেন শচিন তেন্ডুলকরের ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ডও! এমনই ভবিষ্যদ্বাণী করলেন স্বনামধন্য জ্যোতিষী নরেন্দ্র বুন্দে।

তিনি দাবি করেন, বিরাটের বৃহস্পতি তুঙ্গে এখন। এমন কিছু বাণিজ্যিক চুক্তি আসতে চলেছে তাঁর ঝুলিতে, যা এর আগে ক্রিকেট দুনিয়া দেখেনি।

নাগপুরের বাসিন্দা নরেন্দ্র বুন্দে। ক্রিকেট সংক্রান্ত জ্যোতিষ চর্চাই হল পেশা। কোহলি সম্পর্কে তাঁর দাবি, আগের সকল ভবিষ্যদ্বাণী এক্কেবারে ছবির মত মিলে গিয়েছে বলেও দাবি তাঁর।

নরেন্দ্র আরও বলেন, ক্রিকেটের ইতিহাসে এবছরই নজিরবিহীন এক বাণিজ্যিক চুক্তির আওতায় আসছেন বিরাট। তাতে বিপুল পরিমাণ অর্থ তিনি পাবেন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মত বিদেশ সফরেও সাফল্য পাবেন তিনি। এমনকী তিনি দাবি করেন, ২০১৯ এর বিশ্বকাপ খেলবেন মহেন্দ্র সিং ধোনি।

নরেন্দ্রর উল্লেখযোগ্য ভবিষ্যদ্বাণীর মধ্যে সৌরভের দলে ফেরা, ২০১১-য় ভারতের  বিশ্বকাপ জেতা, টেনিস এলবোর চোট কাটিয়ে সচিনের ফিরে আসা। তবে কি এবার বিরাটের জন্য করা ভবিষ্যদ্বানীও ফলবে? অপেক্ষা সময়ের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2p6mz8Q

March 12, 2018 at 06:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top