নয়াদিল্লি, ১৬ মার্চঃ বিশ্বের জটিলতম করের মধ্যে অন্যতম জিএসটি। এক রিপোর্টে এমনই জানিয়েছে বিশ্বব্যাংক। মোদি সরকার নির্ধারিত জিএসটি-র হারকে ১১৫টি দেশের মধ্যে সর্বোচ্চ বলেও চিহ্নিত করা হয়েছে। এই প্রতিটি দেশেই পরোক্ষ কর হিসেবে জিএসটি রয়েছে।
এ দেশে জিএসটি-র হারকে ৫টি স্তরে ভাগ করা হয়েছে। যা শূন্য থেকে শুরু হয়ে যথাক্রমে ৫%, ১২%, ১৮% এবং ২৮%। একইভাবে সোনার উপর ৩% কর নেওয়া হলেও, দামি পাথরের উপর ০.২৫% কর বসানো হয়েছে। অন্যদিকে মদ, পেট্রোলিয়াম পণ্য, স্ট্যাম্প ডিউটিকে জিএসটি-র বাইরে রাখা হয়েছে।
বিশ্বব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, কমপক্ষে ৪৯টি দেশে জিএসটি-র একটি করহার রয়েছে। ২৮টি দেশে দু’টি এবং ভারত সহ ৫টি দেশে এর বেশি জিএসটি হার রয়েছে। এই দেশগুলির মধ্যে ভারতে জিএসটি-র হার সর্বোচ্চ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FZG25y
March 16, 2018 at 04:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন