নয়াদিল্লি, ১৬ মার্চঃ বিমল গুরুং ইশ্যুতে বিরাট জয় রাজ্য সরকারের। বিমল গুরুংয়ের আপিল খারিজ করে সুপ্রিমকোর্ট জানায়, পাহাড়ে ক্ষমতার অপব্যবহার করেনি রাজ্য সরকার।
তাঁর প্রতি ষড়যন্ত্রমূলক আচরণ করেছে রাজ্য সরকার, এই অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে যাবতীয় অভিযোগের তদন্তভার কেন্দ্রীয় সংস্থা সিবিআই-এর হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছিলেন বিমল। তবে শুক্রবার তাঁর আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি একে সিক্রির নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিয়েছে, সংবিধানের ৩২ নং ধারার কথা তুলে পিটিশনার যে ব্যক্তিগত অধিকারের প্রসঙ্গ তুলেছে, তা এ ক্ষেত্রে প্রযোজ্য না হওয়ায় পিটিশন খারিজ করা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2HEhDQ4
March 16, 2018 at 04:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন