ইসলামাবাদ, ১৭ মার্চ- টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট শিকারের দিক থেকে ট্রিপল সেঞ্চুরি করেছেন শহীদ আফ্রিদি। শুক্রবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলায় ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ওয়াল্টনের উইকেট শিকারের মধ্য দিয়ে নতুন উচ্চতায় পৌঁছে যান আফ্রিদি। এদিন করাচি কিংসের এই তারকা ক্রিকেটার ৪ ওভার বোলিং করে ১৮ রান খরচায় ২ উইকেট নেন। ক্রিকেট বিশ্বের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফর্মেটে ৩০০ উইকেট শিকারের মাইল ফলক স্পর্শ করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। আফ্রিদির আগে এই মাইলফলক ছুঁয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো, সুনীল নারিন এবং শ্রীলঙ্কার পেস বোলার লাসিথ মালিঙ্গা । আরও পড়ুন: বাংলাদেশ দলের আচরণকে দুঃখজনক বললেন লঙ্কান বোর্ড প্রেসিডেন্ট টি-টোয়েন্টি লিগে এ পর্যন্ত ২০টি ভিন্ন ভিন্ন দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন আফ্রিদি। যাতে ২৭৩ ম্যাচ খেলে ৩০০ উইকেট তুলে নেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৮টি ম্যাচ খেলে ৯৭টি উইকেট শিকার করে এখনো শীর্ষে আছেন শহীদ আফ্রিদি। সূত্র: যুগান্তর আর/১০:১৪/১৭ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2GC8zvP
March 18, 2018 at 05:27AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন