কলকাতা, ০৯ মার্চ- নরেন্দ্র মোদীর আচ্ছি দিনকে কটাক্ষ করে ২০১৯-এ বিজেপি ফিনিশের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলের কোর কমিটির বৈঠকে তৃণমূল সুপ্রিমো নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, পঞ্চায়েত নির্বাচনটা আপনারা করুন, আমি করব দিল্লির নির্বাচন। এবার বিজেপি ফিনিশ হবেই। দিল্লির সরকার আচ্ছে দিনের যে নমুনা রেখেছে, তাতে বিজেপির বিদায় শুধু সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, দিল্লির আচ্ছে দিন আসলে জনগণের টাকা নিয়ে নিন। আর আচ্ছে দিন মানে মূর্তি ভাঙার দিন। তাঁর অভিযোগ, বিজেপি টাকা ছড়িয়ে ত্রিপুরায় জিতেছে। নোটবন্দির টাকায় বিজেপি রাজ্য দখলের পরিকল্পনা সাজিয়েছে। আর তার সঙ্গে রয়েছে বিজেপি-সিপিএম বোঝাপড়া। বিজেপি ও সিপিএমের বোঝাপড়ার ফসলই হল ত্রিপুরার ফল। সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার দলের একজন গদ্দারি করেছে। আরও পড়ুন: কলকাতায় শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙচুর সেই কারণেই পায়ের তলার জমি পেয়েছে বিজেপি। আর তার সঙ্গে হাত মিলিয়েছে সিপিএম। কংগ্রেসও এখানে ভোটে লড়ল না, কার্যত রণেভঙ্গ দিল। ২০১৯-এ কিন্তু তা হবে না। আমি নিজে দিল্লির নির্বাচনটা করব। বিজেপিকে দিল্লি ছাড়া করবই। মমতা বলেন, যে আঞ্চলিক দল যেখানে শক্তিশালী, সেখানে লড়ুক। আমরা তাদের পাশে আছি। আমাদের লড়াই শক্তিশালী হবেই। এখন সবাই বিজেপিকে ছেড়ে চলে যাচ্ছে। শিবসেনা, চন্দ্রবাবু বিজেপির উপর ক্ষুব্ধ। তাই ২০১৯-এ বিজেপি ফিনিশ হবেই। আসলে এই বিজেপি নিকৃষ্টতম সাম্প্রদায়িক দল। যার ফলে দ্রুত বদলাচ্ছে দেশের মানচিত্র। টিডিপি, শিবসেনা একা লড়তে চাইছে। এদিন বিজেপিকে ঘুরপথে হুঁশিয়ারি দেন মমতা। তিনি বলেন, বিজেপি এজেন্সি দিয়ে আমাদের ভয় দেখাচ্ছে। কিন্তু আমরা ভয় পাই না। মনে রাখবেন, আমার হাতেও অনেক কেস রয়েছে। সেইসব কেস ওপেন করলে বিজেপিরও পালানোর রাস্তা থাকবে না। সমস্ত ঔদ্ধত্য শেষ হয়ে যাবে বিজেপির। এদিন বিজেপির কোটি টাকার পার্টি অফিসেরও কটাক্ষ করেন মমতা। সূত্র: ওয়ান ইন্ডিয়া আর/১০:১৪/০৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FHkvhY
March 10, 2018 at 05:44AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top