কলকাতা, ০৯ মার্চ- পঞ্চায়েত ভোটের আগে এবার পার্শ্বশিক্ষকদের জন্য সুখবর বয়ে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্শ্বশিক্ষকদের দীর্ঘদিনের দাবি মেনে মুখ্যমন্ত্রী তাঁদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন শুক্রবার নজরুল মঞ্চে তৃণমূলের কোর কমিটির বৈঠকে তিনি বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন। তিনি ঘোষণা করেন, পার্শ্বশিক্ষকদের বেতন বাড়িয়ে ১০ হাজার টাকার করা হচ্ছে। সেইসঙ্গে উচ্চ প্রাথমিকেরও বেতন বৃদ্ধির করে ১৩ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এদিন পার্শ্বশিক্ষকদের স্থায়ীকরণের ব্যাপারেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কোর কমিটির বৈঠকে ঘোষণা করেন, সর্বশিক্ষা মিশনের চুক্তিবদ্ধ সমস্ত কর্মীরই চাকরি ৬০ বছর পর্যন্ত করা হচ্ছে। এজেন্সি বদল হলেও তাঁদের কাছের ক্ষেত্রে সমস্যা হবে না। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন কলেজের আংশিক সময়ের শিক্ষকদের বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উচ্চশিক্ষা দফতরকে। আরও পড়ুন: দুই হাজার উনিশ, বিজেপি ফিনিশ: মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান ১৫ শতাংশ ডিএ জানুয়ারি মাসে দেওয়া হয়েছে সরকারি কর্মীদের। তারপর ৪৮ হাজার কোটি টাকার দেনা শোধ করতে হচ্ছে। তারপরও তাঁর সরকার শিক্ষক-পার্শ্বশিক্ষক-সহ তাঁর সমস্ত সরকারি কর্মচারীদের জন্য ভাবেন। তাঁদের দাবি মেটানোর চেষ্টা করেন। এদিন পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের পক্ষে মুখ্যমন্ত্রীর বেতন বৃদ্ধির দাবিকে স্বাগত জানানো হলেও, তাঁদের পে স্কেলের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন জারি থাকবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া আর/১০:১৪/০৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2p2ZW53
March 10, 2018 at 05:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top