সিলেটে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের আশেপাশে মিছিল-সমাবেশ নিষিদ্ধ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরীক্ষা কেন্দ্রের আশেপাশে মিছিল-সমাবেশ-লাউড স্পিকার নিষিদ্ধ করেছে।

আজ শনিবার (৩১শে মার্চ) এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশ এর আওতাধীন পরীক্ষা কেন্দ্র সমূহে পরীক্ষা চলাকালীন সময়ে সিলেট মহানগর পুলিশ আইন -২০০৯ সালের ধারা-২৯, ৩০, ৩১, ৩২ এর প্রদত্ত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর ইত্যাদি বহন, ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোন কাজ করা নিষিদ্ধ করা হয়েছে।

একই সাথে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন সময়ে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে এসএমপি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অধীনে এবছর ২০টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হচ্ছে-

ক্রমিক নং কেন্দ্র:–
১. মদন মোহন কলেজ, লামাবাজার, সিলেট।
২. সরকারী মহিলা কলেজ, চৌহাট্টা, সিলেট।
৩. মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজ, বাগবাড়ী, সিলেট।
৪. সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা, চৌহাট্টা, সিলেট।
৫. শাহ খুররম ডিগ্রি কলেজ, জালালাবাদ, সিলেট।
৬. সিরাজুল ইসলাম আলীম মাদ্রাসা, জালালাবাদ, সিলেট।
৭. মদন মোহন কলেজ, তারাপুর ক্যাম্পাস, সিলেট।
৮. আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট।
৯. দক্ষিণ সুরমা কলেজ, সিলেট।
১০. সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়, লাউয়াই, সিলেট।
১১. নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজ, দক্ষিণ সুরমা, সিলেট।
১২. সরকারী শাহপরাণ কলেজ, দক্ষিণ সুরমা, সিলেট।
১৩. রেবতী রমন উচ্চ বিদ্যালয়, মোগলাবাজার, সিলেট।
১৪. কুচাই সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোগলাবাজার, সিলেট।
১৫. ইছরাব আলী স্কুল ও কলেজ, মোগলাবাজার, সিলেট।
১৬. জালালপুর ডিগ্রি কলেজ, মোগলাবাজার, সিলেট।
১৭. জালালপুর উচ্চ বিদ্যালয়, মোগলাবাজার, সিলেট।
১৮. জালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, মোগলাবাজার, সিলেট।
১৯. এমসি কলেজ, শাহপরাণ, সিলেট।
২০. সিলেট সরকারী কলেজ, শাহপরাণ, সিলেট।

এ আদেশ আগামী ২রা এপ্রিল থেকে পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। সিলেট মহানগর পুলিশ আইন ২০০৯ সালের ১১১ ধারা বলে এ আদেশ জারী করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।—বিজ্ঞপ্তি।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2E9ouig

March 31, 2018 at 06:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top