শিবগঞ্জ ও ভোলাহাটে বোরো ধানের পার্চিং উৎসব পালন

সারা দেশের ন্যায় জেলার শিবগঞ্জ উপজেলায় বোরো ধানের জমিতে পার্চিং উৎসব পালন হয়েছে। বৃহষ্পতিবার সকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের খোন্দা মাঠে ও শ্যামপুর ইউনিয়নের খড়গপুর মাঠে বোরো ধানের জমিতে পার্চিং উৎসব পালন করা হয়। পার্চিয় উৎসবের মাধ্যমে শিবগঞ্জ উপজেলায় শতভাগ জমিতে পার্চিং সম্পন্ন করা হয়।
শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃশিবিদ এস.এম আমিনুজ্জামানের নেতৃত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা এই উৎসবে উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার এস.এম আমিনুজ্জামান জানান, পার্চিং করলে ধানের তিকর পোকার লার্ভা পাখী খেয়ে পোকার বংশ বিস্তার রোধ করে, এতে ধানের জমিতে পোকার আক্রমন কম হয়,  কীটনাশকের ব্যবহার কমে যায়, এতে পরিবেশ ভালো থাকে। ধানের জমিতে পার্চিং করলে মাজরা পোকা দমন হয়, কীটনাশক ব্যবহার কম হয়। পরিবেশ ভালো থাকে।
ভোলাহাট
দেশব্যাপী পার্চিং উৎসবের অংশ হিসেবে ভোলাহাট উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ১৫দিনব্যাপী পার্চিং উৎস বৃহস্পতিবার শেষ হয়েছে।
২২ ফের্রুয়ারী থেকে উপজেলার মোট ১২টি ব্লকের ৫ হাজার ৮শত ৭৫ হেক্টর বলা যায় শত ভাগ বোরর জমিতে ৮ ফের্রুয়ারী পর্যন্ত পার্চিং কার্যক্রম চলে। পার্চিং করায় কৃষকের যেমন উৎপাদন ব্যয় কমবে তেমনী ফসলের ফলনও বাড়বে। ফলে জমিতে ডাল পুতে পার্চিং পদ্ধতি কৃষক লাভবান হবেন। এতে করে জমিতে পুতে রাখা ডালে পাখি বসে ধানের তিকারক মাজরা পোকাসহ অন্যান্য পোকা নিয়ন্ত্রণ করা যাবে। দীর্ঘ ১৫দিনের পার্চিং উৎসবের সমাপনী অনুষ্ঠান ফতেপুর ও গোহালবাড়ী ব্লকের সোনাজলে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, এসএপিপিও নুরুজ্জামান, এসএএও মনিরুল ইসলাম, শেখ আল ফুহাদ, সৈয়দ সাগর আলি ও আব্দুল কাশেম উপস্থিত থেকে পার্চিং ব্যবহারের সফলতা তুলে ধরে বক্তব্য রাখেন কৃষকের মাঝে। তারা আরো বলেন, উৎসব শেষ হলেও কৃষক পার্চিং ব্যবহার অব্যহত রাখলে সুবিধা পাবেন। পরে দীর্ঘ ১৫দিনের উৎসবের সমাপনী ঘোষণা করেন কৃষি কর্মকর্তা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০৩-১৮


from Chapainawabganjnews http://ift.tt/2IeNdFo

March 08, 2018 at 02:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top