জলপাইগুড়ি, ১০ মার্চঃ বেআইনিভাবে রান্নার গ্যাস সিলিন্ডারে ভরতে গিয়ে বিস্ফোরণ ঘটলো একটি রান্নার গ্যাস ওভেন মেরামতির দোকানে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির হাকিমপাড়ার একটি বহুতলের নীচে থাকা গ্যাস ওভেন সারাইয়ের দোকানে। বিকট আওয়াজে আতঙ্কিত বাসিন্দারা। জানা গিয়েছে, অভিযুক্ত দোকানের মালিকের নাম বিপুল ঘোষ। বাসিন্দাদের অভিযোগ, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার ব্যাবসা চালিয়ে আসছিলেন। বিপুল বাবুকে ধরতে না পারলেও দোকানের এক কর্মচারী ছোটন রায়কে গ্রেফতার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। সিল করে দেওয়া হয়েছে দোকানটি। বাজেয়াপ্ত করা হয়েছে আটটি গ্যাস ভরতি সিলিন্ডার, কয়েকটি অবৈধ ছোট সিলিন্ডার এবং গ্যাস ভরার কিছু যন্ত্রাংশ।
সংবাদদাতাঃ সৌরভ দেব
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2oZ67b5
March 10, 2018 at 06:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন