কলকাতা, ১০ ফেব্রুয়ারি- আরও সাতটি মেডিক্যাল কলেজ তৈরি করে রাজ্যে সাতশোটি আসন বাড়াতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এর আগেই বিধানসভায় বাজেট পেশের সময় একথা জানিয়েছে। আরও পড়ুন: মমতার চমক জানানো হয়েছে, রাজ্যে মোট পাঁচটি মেডিক্যাল কলেজ তৈরির কাজ জোরকদমে চলছে। এগুলি তৈরি হচ্ছে কোচবিহার, রামপুরহাট, রায়গঞ্জ, ডায়মন্ড হারবার ও পুরুলিয়াতে। বাকী দুটি তৈরির কাজ খুব শীঘ্রই শুরু হবে। সেগুলি তৈরি হবে জলপাইগুড়ি ও আরামবাগে। ২০১১ সাল থেকে এতদিনে রাজ্যে মেডিক্যাল কলেজের সংখ্যা বেড়ে ১৪টি হয়েছে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি প্রস্তাবিত ৪২টি সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যে ৩৯টি ইতিমধ্যে কাজ করছে। বিশেষ করে গ্রামাঞ্চলে চিকিতসায় অন্য মাত্রা যোগ করেছে হাসপাতালগুলি। রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, এই দপ্তরের পরিকল্পিত ব্যয় ২০১৮-১৯ সালে বাড়িয়ে ৮৭৭৩.৫২ কোটি টাকা করা হয়েছে। যা ২০১৭-১৮ সালে ছিল ৭৬০৩.৮২ কোটি টাকা। ওষুধ ও চিকিৎসার যন্ত্রপাতির বাজেট ২০১৭-১৮ সালে ছিল ৮৫৭.৮৩ কোটি টাকা। সেটাও বাড়ানো হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া আর/১৭:১৪/১০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2IffT13
March 10, 2018 at 10:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top