ফের আধার  তথ্য ফাঁসের অভিযোগ

নয়াদিল্লি, ২৫ মার্চঃ আধার তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে ফের অভিযোগ আনল একটি ওয়েবসাইট। জেডডিনেট নামে ওই সংবাদ ওয়েবসাইটটি দাবি করেছে, কোনো একটি সরকারি সংস্থার সিস্টেমে সমস্যা হওয়ায় সেখান থেকে সমস্ত তথ্য ফাঁস য়ে গিয়েছে। ফলে যে কেউ কোনো ব্যক্তির আধার নম্বর, নাম ও ব্যাংকের তথ্য দেখতে পাচ্ছে। যদিও ওই সংস্থার নাম জানাতে চায়নি জেডডিনেট। যদিও এই অভিযোগকে পত্রপাঠ উড়িয়ে দিয়েছে আধারের দায়িত্বে থাকা সরকারি সংস্থা ইউআইডিএআই। তারা জানিয়েছে, এই ধরণের কোনো ঘটনাই ঘটেনি। জেডডিনেট-এর বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থাও নিতে চলেছে বলে জানিয়েছে ইউআইডিএআই। আধার ডেটাবেসে সুরক্ষা ভাঙার মতো কোনোরকম ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে তারা। এর আগেও আধার তথ্য ফাঁস হওয়া নিয়ে বারবার অভিযোগ উঠেছে। খুব সহজেই আধার তথ্য ফাঁস করা যে সম্ভব তা জানিয়েছেন সাইবার বিশেষজ্ঞরাও। তবে কেন্দ্রীয় সরকারের তরফে বারবারই এই ধরণের অভিযোগের কোনো সারবত্তা নেই ও আধার তথ্য সুরক্ষিত বলে দাবি করা হয়েছে।

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IMLyae

March 25, 2018 at 11:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top