ওয়াশিংটন, ২৫ মার্চঃ ‘ভোট দেম আউট’। মার্কিন যুক্তরাষ্ট্রের শত শত তরুণ-তরুণীর মুখে এখন একটাই স্লোগান। একের পর এক বন্দুকবাজের হামলার পর বন্দুক ব্যবহার নিয়্ন্ত্রণে আইন আনতে পথে নেমেছে মার্কিন জনগণ। সেদেশের বস্টন, নিউ ইয়র্ক, শিকাগো, হাউস্টন, লস অ্যাঞ্জেলসের মত শহরের রাস্তায় বাড়ছে আন্দোলনকারীদের ভিড়। রাস্তায় বসে বন্দুক বিরোধী স্লোগান দিচ্ছেন তাঁরা। উল্লেখযোগ্যভাবে এই আন্দোলনকারীদের একটা বড়ো অংশই তরুণ-তরুণী। বিভিন্ন সময়ে যে সব স্কুলে বন্দুকবাজের হামলা ঘটেচে, সেইসব স্কুলের পড়ুয়ারাও অংশ নিয়েছেন বন্দুক বিরোধী মিছিলে। মার্কিন সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, ভিয়েতনাম যুদ্ধের পর এই প্রথম এত সংখ্যক মানু। একটি ইশ্যুতে রাস্তায় নেমেছেন। যদিও এত আন্দোলনের পরও কোনো বিবৃতি দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও হোয়াইট হাউসের তরফে এই আন্দোলনকে শুভেচ্ছা জানানো হয়েছে। একটি বিবৃতিতে বলা হয়েছে, কমবয়সীরা যেভাবে নিজেদের দাবিতে সোচ্চার হয়েছেন, তা স্বাগত। বন্দুক নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেওয়ার কথা এখনও ঘোষণা করেননি ট্রাম্প।
ছবিঃ ওয়াশিংটনের রাস্তায় বন্দুক বিরোধী মিছিল-পিটিআই
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2pD8Jei
March 25, 2018 at 11:20AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন